ভাঙা-গড়া বাদে আর
কী বা আছে জগতে?
পথ-ঘাটে, মার্কেটে
বর্ষা বা শরতে?
জলপাই ট্যাঙ্কটাকে
পারবে কে থামাতে?
টলাতে এ দালান
পারবে কি বাতাসে?

থামবে কি ও পিশাচ
ফুলের ঐ সুবাসে?
লুকোবে কি মেঘটা
নীল ঐ আকাশে?
আশা-স্বপ্ন-ইচ্ছা
গড়বে কে বাতাসে?
প্রতিবেশ-নিবাসে
থাকে কেউ প্রবাসে?

কিশোরের ভাবনাটা
ছিল কবে ফ্যাকাসে?
জরিপ আর লেকচার
চিন্তারই বিকাশে?
বারুদের কারবার
আগুনটা নেভাতে?
বাধ তুমি সেধো না
আজগুবি এ প্রকাশে।