তোমরা কি জানো?
এই পৃথিবী কে সৃষ্টি করেছে?
তোমরা কি জানো?
কে মানুষ গড়েছে?
তোমরা কি জানো?
যে-ই মানুষ সৃষ্টি করেছে,
তার প্রাণে মন দিতে কেন ভুলে গেছে?
নাকি, মানুষ নিজেই মেরে ফেলেছে
সেই প্রাণসত্তা কে, সেই প্রাণবীণা কে?
যে প্রাণবীণায় মানুষ তুলতো সুর,
গাইতো গান----
আজ কিভাবে সেই বীণা তেই উঠছে, প্রাণ কাড়বার কলতান?
এর জন্যই কি মানুষের সৃষ্টি হয়েছিল?
এর জন্যই কি পৃথিবী রূপে রসে ভরে উঠেছিল?
এই পৃথিবী আজ তিক্ত, বিষাক্ত।
শোনা যায় কেবল হাহাকার।
কেন? তা কে বলতে পারবে?
এর জন্য দায়ী কে?
তোমরা কি জানো?