জীবন ধারণের জন্য আমরা যে উপায় অবলম্বন করে থাকি-
তাকেই আমরা জীবিকা বলি।
সততার সাথে করা যেকোনো কাজই শ্রেয়;
বইতে পড়ি।
তবে, বাস্তব টাও কি তাই?
যে মানুষটি সৎ ভাবে ছোট্ট দোকান চালিয়ে জীবনধারণ করছে, তাকে কি আমরা সম্মান দিয়ে থাকি?
বর্তমানে, ক্ষমতা-প্রতাপ-ধন এগুলোই তো মাপকাঠি
সম্মান কতটা পাওনা তা বোঝার!
এই মাপকাঠি গুলি যতই অসৎ ভাবে প্রাপ্ত হয়ে থাকে না কেন,
তাই নয় কি?
কেন এমন টা হলো বাস্তব?
আমরা তেলে মাথায় তেল দিতে এত কেন ব্যস্ত?
আমাদের মেরুদন্ড কে ভেঙে দিল?
আমাদের ভয়!
কিসের ভয় আমাদের-
নিজের জীবন কঠিন হয়ে যাওয়ার;
খোসামদ করে, তেলে মাথায় তেল দিয়ে নিজের জীবন নির্ঝঞ্ঝাট ভাবে কাটানোই একমাত্র উদ্দেশ্য আমাদের জীবনের?
তাহলে এতো ইতিহাস, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি এসব জেনে কি হবে?
কিসের শিক্ষায় শিক্ষিত আমরা?
আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবেই গঠিত হয়েছে,
একজন কৃষক এর তো সর্বাধিক সম্মান প্রাপ্য, কিন্তু-
হায় রে বাস্তব, হায় রে আমাদের সমাজ ব্যবস্থা,
তারা কোনো সুযোগ সুবিধা কিছুই পান না।
উপরন্তু হাজারো সমস্যার মধ্যেও হাসি মুখে কাজ করে চলেছেন সৎ ভাবে তারা।
কেন এরকম আমাদের তথাকথিত উচ্চমানের সমাজ ব্যবস্থা?