জীবন নদী যাচ্ছে বয়ে অবহেলায় হারাস না।
কাজে কর্মে থাকরে মেতে, অকাজে মন সরাস না।

নিত্য নতুন উদ্যোগে মন সাজিয়ে নিয়ে তৈরি কর-
পথ চলতে হোঁচট খেলে, স্থির রেখে মন এগিয়ে চল।

ন্যায়-অন্যায় বিচারবোধ বিবেকেরই অংশ যে,
ছোট হলেও অন্যায় টা আসলে তো অন্যায় রে-

বিকল করে মনকে রে আর অচল হয়ে থাকিস না।
ভালো কাজে প্রাণ ঢেলে দে, অন্ধ হয়ে থাকিস না।

ভালো করতে পারলে পরে কর রে ভালো অপরের,
দেখবি সে ফল তোর জীবনেও আনবে নতুন ভোরের।

কারো ক্ষতি করলে পরে, সময় তোকে ছাড়বে না।
ভাবছিস তুই গেছিস জিতে, আসলে তা হবার না।

নিজের প্রতি অন্যায়, হোক সে তা যতই ছোটো,
অন্য কেও করতে এলে করতে শেখো প্রতিহত।

বুদ্ধি বিবেক জাগিয়ে রেখে মানুষ হয়ে বেঁচে থাকো।