বৃষ্টি তুমি করছো না অনাসৃষ্টি,
সৃষ্টি আছে তোমার অপেক্ষায়।
সৌর ত্রাসে মুহ্যমান পৃথিবী-
নিবিড় ভাবে তোমায় যে পেতে চায়।
তুমিই পারো ফেরাতে হাসি প্রকৃতির ম্লান মুখে,
ঝরো ঝরো ধারে ঝরিয়া পরো আজ প্রকৃতির বুকে।
তোমার স্পর্শ মুছিয়ে দিক সকল মলিনতা,
প্রকৃতি আবার ফিরে পাক তার সকল পবিত্রতা।
তোমাদেরই মিলনে সুন্দর হবে সমগ্র বসুন্ধরা,
কোরো না দেরি, অপেক্ষা না করিয়ে চলে এসো ত্বরা।
নব নব সাজে সাজিয়ে তোলো তোমার প্রকৃতিকে,
তোমারই সুবাসে ভরিয়ে তোলো আকাশ বাতাস দিকে দিকে।
শ্রাবণ তোমায় চাইছে প্রকৃতি, তোমারই অপেক্ষায়;
সকল মুহূর্ত কাটাচ্ছে তার দুর্বিষহ জ্বালায়।
তোমারই পরশে পাবে প্রাণ সে যে,
জুড়াবে সকল জ্বালা।
নিঠুর না হয়ে ফিরে এসো আজই, কাটে না যে আর বেলা।
নব ভাবে তুমি সাজাও গো আজই তোমার প্রকৃতিকে,
তোমারই ব্যথা জাগিয়ে রাখুক আজ তোমার বন্ধুকে।
একসাথে মিলি সৃষ্টি করো, কল্পনা বাস্তবে,
তোমাদের সাথে , তোমাদের কাজে, আনন্দ ছড়াইবে-
সকলের ভালো হবে।।