কালকে রাতে ঘন্টু নাকি দেখলো ভীষণ স্বপ্ন-
সকাল সকাল বলতে এলো নিয়ে বিষম যত্ন।
শোনো মাগো কি দেখেছি সারাটা রাত ধরে,
হঠাৎ আমি স্বপ্নে দেখি দাদুর মতন বুড়ো-
কে এক এসে আমার পাশে দাঁড়িয়ে আছে পুরো।
আবছা নয় গো স্পষ্ট দেখি আলখাল্লা পরে-
হাত নাড়িয়ে বলছে কি সে শুনছি চুপটি করে।
কিন্তু জানো কিচ্ছুটি তার শুনতে পেলাম না যে,
ঝিঁ ঝিঁ পোকার ঝি ঝি ডাক কানের কাছে বাজে।
হঠাৎ দেখি মুখের কাছে মুখটি এনে বুড়ো,
ফুঁ দিল সে মাথায় আমার,চোখে কিসের গুঁড়ো-
অমনি জানিস দিদি আমি হয়ে গেছি পাখি।
হাত হয়েছে ডানা আর করছি ডাকাডাকি।
ডানা মেলে উড়ছি ঘরে মনের আনন্দেতে
এমন সময় বুড়োর আবার নতুন ম্যাজিকেতে-
হয়ে গেলাম বেড়ালছানা যেই বাজালো চুটকি,
ঘন্টা বেঁধে গলায় আমি লেজ ফুলিয়ে ঘুরছি।
ঘুরতে ঘুরতে যেই এসেছি বুড়োর পায়ের দিকে-
অমনি আমি বাঘ হয়েছি বাঘের মাসির থেকে!
জানো বাবা হালুম করে ডাক দিয়েছি আমি,
তোমরা কি কেও পাওনি শুনতে? একটু, একটুখানি?
শেষে জানিস ম্যাজিক দাদু আবার কি যে বলল,
হয়ে আমি ঘন্টু আবার বিছানায় চোখ বুজলো।
এমনতর স্বপ্ন কি কেও দেখেছে কখনও---
সারারাতে ঘুমের দেশে ম্যাজিক দাদুর জন্য।