মানুষ হতে যেটার হয় সবথেকে বেশি প্রয়োজন-
কেন যে সেটা হলো না মন, কেন হলো না তা মুক্ত গগন,
মানুষ যে কেন শুধু চায় আজ অর্থ!
ভালোবাসা আজ ফিকে তাই, অর্থ ছাড়া আর কিছুই নাই,
যেদিকে তাকাই শুধু দেখে যাই অর্থের প্রয়োজন।
ছল আর চাতুরী হয়েছে হাতুড়ি
হারিয়ে গিয়েছে সততা।
কিন্তু এখনো যারা আছে সৎ, যারা চায় ভালোবাসতে
কঠোর পৃথিবী হেনেছে আঘাত , সততার পরিবর্তে।
কিছু মানুষের নির্মমতা-
তাদের দিয়েছে বহু সফলতা
কিন্তু যারা মানুষ এখনো
তাদের হয়েছে হারতে।
তাদের সেই পাষাণ হৃদয়,
করে চলেছে শুধু অভিনয়।
ধ্বংস তারা আনছে ডেকে --
ধ্বংস তারা করবে।
মানুষ থাকবে বেঁচে,
তবে; 'মানবিকতা' মরবে।