শরতের এই নীল আকাশে সাদা মেঘের খেলা
নদীর ধারে মাঠের পরে কাশের বনের মেলা।
সকাল বেলায় হালকা শীতল আমেজ চারিদিকে,
বিকেল বেলার বাতাস আবার পুজোর গন্ধে মাতে।

চারিদিকে পুজো পুজো, মায়ের আসার পালা,
ভাসাচ্ছে তাই আজকে সবাই আনন্দেরই ভেলা---
মা আসবেন, মানেই সবার প্রচুর আয়োজন,
দোকানে তাই সবার এখন ভীষণ প্রয়োজন।


প্রতিমাতে রঙের ছোঁয়া, মন্ডপ প্রস্তুতি,
এসব কিছু শেষের দিকে, নেই কিছুতে ফাঁকি।
আর কিছুদিন আসতে বাকি 'মায়ের' আমাদের,
আশা করি কাটবে ভালোই পুজো তোমাদের।