পৃথিবীতে এমন মানুষও রয়েছে জানেন,
পৃথিবীতে এমন মানুষও রয়েছে, যাদের ভগবানও করুণা করেন না।
ভগবানও যাদের কপালে একটু ভালো কিছু ঘটতে দিতে চান না।
সেই মানুষ গুলো চেষ্টা করে জানেন;
খুব চেষ্টা করে একটু ভালো থাকার।
আনন্দে সবার সাথে মিলেমিশে থাকার।
কিন্তু, ভাগ্যের পরিহাস।
হাজার ভালো করলেও মানুষ হিসেবে মর্যাদা পায় না এরা।
অথচ একটু ভালোবাসা পাবে, এই লোভে জীবনটাই বাজি রেখে দেয়, একটুও দ্বিধা না করে।
ভালোবাসলেও ভালোবাসা দেয় না কেন মানুষ?
এতই হতভাগা হয় এরা, যে মানুষ হিসেবে গণ্য হয়েই উঠতে পারেনা।
ভাবছেন, এ আবার কেমন কথা, যত বেয়াক্কেলে কথাবার্তা।
কিন্তু বিশ্বাস করুন, যার সাথে ঘটে শুধু সেই বোঝে কি ঘটেছে।
আমরা কিছু একটা শুনেই বিচারক হয়ে যাই অন্য কারো ক্ষেত্রে।
বোঝার চেষ্টা করিনা।
ভগবান ই যার প্রতি সদয় নন সে আবার মানুষের সদয়তা আশা করছে,
সত্যি কি অন্যায় আবদার;
কিন্তু.................
ভালোবেসে ভালোবাসা পাওয়ার আশা টুকুই জীবনটাই শেষ করে দেয়।
আসলে এরা অবাঞ্ছিত হয়েই থেকে যায় সবার কাছেই।