আমার একটা সাধ ছিলো।
ইচ্ছে ছিলো,
আশা ছিলো।
আমার একটা ঘর হবে তোমার সাথে।
মনের মতো।
একটা সংসার হবে তোমায় নিয়ে গল্পের মতো।
সেই সংসার আমরা সাজাবো
নিজেদের মতো।
সাদামাটা পরিপাটি ঘর,
যেখানে শুধু শান্তি আর স্বস্তি থাকবে।
ঘরের একদিকে থাকবে তোমার ভালোবাসার গিটার
আর পাশে আমার স্বপ্নের তানপুরা।


সাথে একটা বারান্দা।
যাতে থাকবে ছোটো ফুলের টব।
হাসনাহেনা, বেলী বা কামিনী?
যা-ই হোক না কেন,
তারা সুবাসিত করবে সেই ছোট্ট বারান্দা
আর আমাদের ঘর।

একটা  দোলনা থাকবে।
গান আর ভালোবাসা নিয়ে
যেখানে আমরা অবসর যাপন করবো।


রোজ রাত্তিরে তোমার বুকে শুয়ে জানালা দিয়ে আকাশ দেখবো।
আর তুমি আমার চুলে হাত বুলিয়ে তোমার স্বভাবসুলভ কন্ঠে  বলবে
" আমার আদরের বউ।
আমার ভালোবাসার বউ।"

ছোটো রান্নাঘর থাকবে,
দেখেই যাতে চোখ জুড়িয়ে যায়।
ছুটির দিনে তোমার পছন্দের খাবার
রান্না করবো আমি।
আর তুমি ব্যস্ত থাকবে
আমার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে।

আমার অনেক স্বপ্ন ছিলো জানো?
একান্ত একটা সংসার হবে।
আমি চেয়েছিলাম আমার সেই সংসারে তুমি ছড়িয়ে থাকবে আনাচে কানাচে।
সরাসরি কিংবা পরোক্ষভাবে।
তোমার ছোঁয়া, ঘ্রাণ আর স্মৃতি নিয়ে
আমার সাজানো সংসার ভরে থাকবে সারাজীবন।

কিন্তু আমি শুধু তোমার থেকে ঘর-ই পেলাম। সংসার আর হলো না।
আহা! সংসার।
সাধের সংসার।