কিছুদিন হলো,
দেখিনা তোমায়।
তবুও মনে হয়
কতোদিন দেখা হয়নি।
কতোদিন কথা হয়না
তোমার মনের সাথে।
তুমিও বলো কি??
উঁহু, ভাবোই না হয়তো।
আমারি কেবল অপেক্ষা।
কখনো হয়তো তুমি আসবে,
এই আশায় অপেক্ষা
শুধুই অপেক্ষা।
দিন যায় রাত আসে।
অথচ তোমার জন্যে
অপেক্ষারা ক্লান্ত হয় না কখনো।
কখনো যদিওবা তারা একটু ঘুমিয়ে পড়ে
পরক্ষণেই আবার জেগে ওঠে।
চারদিকের ব্যস্ত কোলাহলে
তাকিয়ে ভাবে
কবে আসবে তুমি?
আদৌও আসবে কি?
অপেক্ষারা থাকে অপেক্ষায়।

তোমার জীবনে সব ই আছে।
আছে সভা সমাবেশ।
আছে বন্ধু পরিজন।
আছে তোমার স্বপ্ন, আশা,আকাঙ্খা।
তোমার নিত্যদিনের কাজ আছে।
আর আছে ভীষণ ভীষণ ব্যস্ততা।
শুধু নেই আমি।
আর?
আর আমার এই অপেক্ষারা।
যারা অপেক্ষা থেকে
প্রতীক্ষায় রূপান্তরিত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ।
তারা মুখ উঁচিয়ে আমায় দেখে।
কিছু জানতে চাওয়ার আশায়।
আর আমি নতমুখী হয়ে থাকি
নির্বাক নিশ্চুপ স্তব্ধতায়।
তারা জানে না বটে।
আমি তো জানি।
তোমার জীবনে সব ই আছে।
কেবল আমি নেই।
আর নেই
আমার এই প্রতীক্ষা গুলো।
তাইতো দিন যায় রাত আসে
অথচ তোমার আসা হয় না।
আসা হয় না,,
ভালোবাসাও হয়না।
তবুও তোমায় ভালোবেসে
তোমার আশায় থাকি আমি।
আর থাকে
আমার ক্ষত-বিক্ষত রক্তিম অপেক্ষারা।
তোমার ভালোবাসার আশায়
তাদের অপেক্ষা।
শুধুই অপেক্ষা।