(ক)

বড়ো ছটফটে স্বভাব তোমার।
খুব বেশি চঞ্চল-ও।
মেয়ে তুমি।
একটু স্থির তো হতে পারো।


(খ)

বড্ড বেশি কথা বলো তুমি
খুব বেশিই কথা বলো
নারী তুমি।
একটু তো চুপ থাকতে পারো।


(গ)

ভীষণ জোরে হাসো তুমি।
অনেক বেশিই জোরে হাসো।
ঘরের বউ তুমি।
মুখে বরং কুলুপ আঁটো।


(ঘ)

তুমি বরং শান্ত শিষ্ট
লক্ষী মেয়ের নিয়ম মানো।
তুমি বরং চুপটি করে
আমার বলা কথা শোনো।
তুমি বরং মুচকি হেসো
কিংবা হাসি-ই বন্ধ করো।
নারী হয়ে জন্মেছো তাই
শাসন বেড়ি পড়ে চলো।