সেদিন যুদ্ধটা ছিল কলমের।
দশানন কিংবা ব্রহ্মা না হওয়ায়-
আমার যুদ্ধজয় হলনা,
কারন আমার একটাই মস্তিষ্ক।
পরের যুদ্ধটা ছিল জীবিকার।
আমি সন্যাসী হতে চাইনি, কর্মী হতে চেয়েছিলাম
ওরা জানিয়ে দিল ‘কর্ম খালি নাই’
আর তোমরা দিলে অকর্মন্য উপাধি,
ভালোবাসা পালালো জানালা দিয়ে।
যুদ্ধের এখানেই শেষ নয়
এখন যুদ্ধ করি লজ্জার সাথে, ভয়ের সাথে,
বেয়োনেটের খোচার মত তীব্র ক্ষুধার সাথে।
গল্পটা আমার এবং আমাদের
সম্ভবত যারা জন্মাই শুধু মৃত্যুর জন্যেই।