আমার খুব ইচ্ছে করে
উদ্বায়ী প্রেমের মত হাওয়ায় মিলিয়ে যেতে।
কেউ দেখবেনা, কেউ ছোবেনা
ঘ্রানেই মিশে থাকবে আমার অস্তিত্ব।
আমি উপেক্ষা করতে চাই আমার অতীত ভবিষ্যত
উপেক্ষা করতে চাই তোমার উপেক্ষাকেও।
মস্তিস্কে উড়োস্বপ্ন বিভ্রমে
দেউলিয়া হবার আদম্য বাসনা।
আকন্ঠ মদ্যপ হয়ে নগ্ন হাটতে চাই রাজপথে।
খুদার্থ ঈগলের বিষদৃষ্টিতে দেখতে চাই
অমরাবতী, মন্দাকিনী।
ইচ্ছে করে আমার হাত দুটো উধাও হয়ে যাক।
যাতে তোমার হাত, কলম কোন কিছুই
আর আঁকড়ে ধরতে না পারি।
যাতে আর আমাকে কবিতা লিখতে না হয়।