আজকাল কার শ্লোগান
বৈষম্যের মাঝে মূলগত ঐক্য !!
দেশ প্রগতির পথে !!
এক সময় ছিল
হাজার হাজার দস্যুর মাঝে
একজন দস্যুকে জেনেছিলাম
নাম তার রত্নাকর,
হয়েছিল সে প্রকৃত মানুষ
রচনা করে সেই রামায়ণ I
এখন তো আর সেই রামও নেই
আর অযোধ্যাও নেই
সমাজে এখন তো হাজার হাজার
এক একজন ভণ্ড বাল্মীকি,
সর্বসাধারণের রক্ত পিপাসু
এক একটা ভ্যাম্পায়ার
বাল্মীকি নামধারী
দস্যু রত্নাকরের দল I
-----------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 02/07/2017