আজীবন, আমৃত্যু থাকবো আমি
তোমারেই প্রতীক্ষায়,
পুনর্জন্মেও যেন থাকবো সেইভাবে
তোমারেই অপেক্ষায় I
তোমার দুই চোখে দেখেছি আমি
সমুদ্রের দুই চমস নীলা,
সেই নীলাতেই দেখেছি আমি
জীবন-স্বপ্নের রঙীন লীলা I
প্রেমের জ্বালায় বনে গেছে অনেক
দেবদাস দেশে দেশে,
জীবন নৌকাকে করে দিগ্ভ্রষ্ট
প্রেমের বন্যাতে দিয়ে ভেসে I
যদি মৃত্যুও আসে প্রেমের জন্যই
খেদ যে আমাৰ নেই,
সেই প্রেমের জ্যোতি নিয়েই
থাকবো আমি হয়ে
সবারেই ভ্যালেনটাইন I
-----------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 07/05/2017