অনন্ত নদী প্রেম
শ্বাশত চির যৌবনা
বাস্পায়িত সর্ব শক্তি আমার কর্পূরের মতো …
অপ্রতিরূদ্ধ উত্তাল চিরযৌবনা প্রেমের স্রোত
স্থিতি আমার সূর্য
আমি নারী, স্ত্রী, পত্নী, ভগ্নি, প্রেয়সী যা কিছুই
আমার সব স্থিতিতেই স্থিতি আমার অনন্ত প্রেম
প্রতিহত করার নিরর্থক প্রয়াস তোমার
দুর্নিবার আজও ফল্গু ধারা আমার হৃদয়ের
জীবন্ত অতীতের সুপ্ত প্রেমের স্রোত….
আমার অধর যুগল বন্দি এখনো
অনন্ত প্রেমের চুম্বনের নেশায়
বার বার …
আমার দেহ মন শিহরিত এখনো
অনন্ত প্রেমের আলিঙ্গনের নেশায়
আরো হাজার বার …
আমার প্রেমের পৃথিবীতে ঠিকানা হারিয়েছে
পৃথিবীর পাপের চোখের দৃষ্টি....
----------------------------------------------
Dr Pritish Chowdhury 26/10/2017