ঘসা, লোপামুদ্রা, সুলভা, মৈত্র্যেই, গার্গী
উদয় হয়েছিলো নারী সূর্য বৈদিক যুগে
ভারতের সভ্যতার  মহাকাশে…  
সমগ্র পৃথিবী যখন   ছিল আলোক বর্ষ দূরে
সভ্যতার আলো থেকে ….

শুনতে পাই এখনো নারীর বিমূর্ত জয়গান
হরপ্পা মহেঞ্জোদারের সভ্যতার মমির মাঝে
দেখতে পাই এখনো ঝলমল আলো নারী সূর্যের
সেই মমির মাঝে পুরুষের অর্ধাকাশে

সভ্যতার উলটো পুরাণে
দেখছি কাঁদতে আজ এক বিংশ শতাব্দীর  সভ্যতা আর্যাবর্তে…
স্তিমিত হয়ে নারী-সূর্য পুরুষের  অর্ধেক আকাশে  ..
পুরুষতান্ত্রিক সভ্যতার নাগপাশে ? অথবা
ঈর্ষার দাবানলে পোড়ে  থাকা অহরহ
নারীই নারীর শত্রু হয়ে  ?.

দেবী জাগ্রত মানেই কি নারী জাগ্রত নয় ?

শরণাপন্ন আজ দেবীর পায়ে সভ্যতা
অনন্ত শক্তির ক্ষুধায়  ..
হাত বারায় এক পতিতার দিকে দেবী
তার এক মুঠো মৃত্তির ক্ষুধায় …

দেবীর পুজো ?  
নারীর পুজো ?  না  পুজো পতিতার  ?

সভ্যতার উলটো পুরাণে
থমকে গেছে বিভ্রান্ত উত্তর পুরুষ
উত্তর খোঁজে সেই প্রশ্নের …..

------------------------------------------------------
Dr Pritish Chowdhury            03/09/2017