কবি

আক্রান্ত  পৃথিবী
    পোলিও-এর জ্বরে
হৃদয়ে  সুনামি
   শব্দের  বিস্ফোরণে !


          প্রেম

চলে যেতে যদি  চাও
    পারো তুমি যেতে
তবে ভুলোনা  কিন্তু  নিতে
          সঙ্গে আমাকে !


         মৃত্যু

দিন-রাত  সর্ব ক্ষণ
   আসি তোমারই  সাথে
দুঃখ তবুও আমার
   তোমার নির্বিকারে !
-----------------------------------------
Dr Pritish Chowdhury   23/10/2018