গিলে থাক বরশির টোপ তোরা বার বার
তার পর শুনে থাকব চিৎকার, শুধু চিৎকার
একের পর এক আর কয় একটি   বৎসর
কাঁটা লেগে ঠোঁট, টুঁটি  আর পেটে …

ওদিকে বসে আসে  শব্দ-শোষক যন্ত্র নিয়ে  
মধ্য-বিন্দুতে, ত্রাণকর্তা তোদের…
পৌঁছে না  ওদের কর্ণ  পর্দায় কোনো  চিৎকার..
দিগ্ভ্রষ্ট হয়ে বুমেরাং  সেই  চিৎকার  
আঘাত করে তাদেরকেই বারংবার....

অতঃপর  তোদের চিৎকার
আশীর্বাদ ওদের গণেশ দেবতার
পঞ্চ তারকার সুখ জীবন-ভর….


গিলে থাক টোপ তোরা বার বার……

---------------------------
Dr Pritish Chowdhury       21/12/2017