ঠিকানা খুঁজে বেড়াই ঘরের
কংক্রিটের দেয়ালের ভিতর
প্রতিবিম্বিত দেয়ালে দেয়ালে
প্রেমের স্ফুলিঙ্গের বিদ্রুপের হাসির ধ্বনি….
রাত ভর পড়ে থাকে বিছানায় ক্লান্ত দেহ
নতুন দিনের প্রত্যাশায়
দেহে নতুন সূর্যের নতুন আলো মাখার ...
সকালের কোমল রোদের সাথে
যান্ত্রিকতার নির্মম প্রহার এসে দাঁড়ায় সামনে
আর একবার…
রোবট হয়ে মিশে যেতে পুনর্বার যন্ত্র জীবনে ..
দুর্বার প্রয়াস ফিরিয়ে আনার
শরীরে সবুজ পৃথিবীর ঘ্রান ...
পথভ্রষ্ট পথিকের মতো
ঘুরে যেতে চায় বার বার
সেই সবুজ ঘরে
প্রেমের মদিরার সন্ধানে ....
----------------------------------------
Dr Pritish Chowdhury 18/12/2017