উঁচু  পাহাড়ে  কচ্ছপের  ডিম্ খোঁজা,
প্রকৃত প্রেম-ভালোবাসা আর বিশ্বাস খোঁজা
দুটোর মধ্যে পার্থক্য আজ  শূন্য
জীবন মরুতে  মরীচিকা রূপ এইসবের পেছনে
বুদ্ধিমান মানুষ আজ আর ধাবিত হয়না,
কাপুরুষ  ঘুরে বেড়ায় এইসবের পেছনে    
জীবন  ঠেলে দিয়ে  অন্ধকার থেকে আরো অন্ধকারে,  
আকাশের  বিশালতা  অনুভব করার  সীমার বাইরে আজকের মানুষের হৃদয় ..
সারা পৃথিবীকে কেমন করে ঘিরে আছে  আকাশ  তার  সেই বিশালতা নিয়ে
আর তুমি ?
অহংকারে টেপার  মতো ফুলিয়ে ভুলে গেছো তোমার নিজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকার  
আকাশের সেই বিশালতার সাথে,
সারা পৃথিবী যখন তাকায়  উপরের  আকাশের দিকে
আকাশের উদারতার  বর্ষার আহবানে,
তুমি তাকিয়ে  থেকো তোমার অহংকারী  শরীরটার দিকে ...
পৃথিবীর  মৃত্তিকা আর তোমার রক্ত -মাংসের শরীরের  মাঝে ব্যাবধান শুধু
তোমার  হৃদস্পন্দন  চলে থাকা আর বন্ধ হওয়ার মধ্যে সময় টুকু
মুহূর্তে বন্ধ হতে পারে তোমার কলিজার স্পন্দন
সেই রক্ত-মাংসের শরীর মহাবিশ্বের  সাথে মিলে যেতে....

---------------------------------------------
  ডo  প্রীতিশ চৌধুরী --  15/07/2017