দাঁড়িয়ে আছো তুমি
শান্ত সমাহিত যমুনার তীরে
সূর্যের আলোকে, চাঁদের আলোকে
অপূর্ব শুভ্র সাজে
ঝল মল করে
প্রেম হয়ে প্রিয়তমর
তাজমহল রূপে I
বিকিরণ তোমার অঙ্গে অঙ্গে
প্রেমের রশ্মি,  
বিশ্বের কোনায় কোনায়
জনগণের হৃদয়ে  হৃদয়ে I

ধাবিত আজ পৃথিবীর মানুষ
তোমার পাশে,
তোমার রূপ পান করে করে
অনিচ্ছা সত্বেও যেনো  
মাপ নিতে  চায়,
প্রিয়তমার প্রেমের সাথে
শাহ জাহানের
নিজের সেই প্রেম !
পাল্লার ভারী তো শাহ জাহানের পক্ষেই
সব সময়েই!!
কোথায় আর আছে
আজকের দুনিয়ায়  
সেইরূপ প্রেম
সেইরূপ প্রেমের সংজ্ঞা ,
সব কিছুইতো এখন মাপা হয়ে
শুধু পইচার হিচেবে !!

দাঁড়িয়ে থাকো তুমি
যেনো সেই ভাবেই
চিরদিন চিরকাল
আলোকিত করে মানুষের মন
প্রিয়তমর  প্রেমের শিখা
উড়িয়ে উড়িয়ে I
--------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  09/06/2017