রৌদ্র নয়
অগ্নির স্ফুলিঙ্গ
দহেছিলো সেদিন,
পাহাড়ি-কন্যার প্রতি অঙ্গ
আষাঢ়ের ভোর দুপুর বেলায় I
বৃষ্টির তৃষ্ণায় মন আকুলিত
পাহাড়ি-কন্যার তৃষ্ণার্ত চাওয়িতে
আকাশের মেঘ চোখের জল ভাসিয়েছিলো তার
সেই সুন্দরীর প্রতি অঙ্গে অঙ্গে !
আর নেমে এসেছিলো পাহাড়ি-কন্যার
সেই আকাংক্ষিত স্বপ্ন -বৃষ্টি !
রূপালী জলের বুঁদ
রামধনুর সাত রঙের সাথে খেলে
সাজিয়েছিলো পাহাড়ি-কন্যাকে
সদ্য-স্নাতা ষোড়শী যুবতীর সাজে I
দেখেছিলাম নৃত্য-রতা হওয়া
সেই পাহাড়ি-কন্যাকে,
রুম-ঝুম, রুম-ঝুম
ছন্দময় সুরের লহরে
সেই মায়াবী দুপুর বেলাতে !
নীরব আমার যাত্রার হাবিয়াস
সবুজ দলিচার হাইওয়েতে তখন,
খিরকির আয়নের ফাঁকে দিয়ে
উড়ে গিয়েছিলো
পাখি মেলে আমার মন
সেই পাহাড়ি-কন্যার সবুজ বুকের মাঝে
এক অজান তৃপ্তিতে II
----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 15/05/2017
বি.দ্র. : পাহাড়ি-কন্যা : সুন্দর পাহাড় দিয়ে বেষ্টিত ভারতের একটি সুন্দর ছোট্ট পাহাড়ি জায়গা....নংপু