ড্যাম ট্রেচারস
চালা .. ছিঃ ...
শক্তি যখন ঘুচল দেহে ...
মাটির রং হয়েছিল লাল
চামড়ার রং বদল দিতে অশ্বারোহীর
তখন আতসবাজির ঝলমল আলোয় মাল্য-বরণ
জনগণের প্রতিমূর্তিতে
স্বপ্ন-আকাঙ্খার অভিনব উল্লাসে ...
অথচ কাঁচের ঘরের মতই সব কিছুই ভেঙে চুরমার...
উবুড় খেয়ে পড়ে থাকল স্বপ্ন-আকাঙ্খার মৃত-দেহ
শহীদের কবরে ...
আম জনতার এখন শুধুই চিৎকার .....
ড্যাম ট্রেচারস
চালা… ছিঃ ...
------------------------------------------------
Dr Pritish Chowdhury 27/03/2018