আর্যবর্তের সভ্যতার সূর্য ডুবলো একদিন
হরপ্পা- মহেঞ্জোদারের ভুগর্ভে সভ্যতার মমির অস্ফুট
ক্রন্দনে আলোড়িত নভোমণ্ডল
বিধস্ত রামায়ণ মহাভারতের যুগ
কালো মেঘের প্রচ্ছায়া আকাশ বাতাস
মৃত্যু বেদ উপনিষেদর যুগ
সাহিত্যের আকাশে অমানিশার অন্ধকার
ধাবিত আর্যবর্ত আলোহীন সময়ের আলিঙ্গনে
অন্য্ এক পৃথিবীর দিকে ...
ধ্বংস স্বাভিমান !!
বিদেশ জাতির অনাধিকার প্রবেশে
বন্দী আর্যবর্ত ঔপনিবেশের জোয়াল নাগপাশে
বৃথা আস্ফালন দুর্লভ স্বাধীনতার খোঁজে !!
সাদা চামড়ার সভ্যতার আলোতে সারা পৃথিবী আলোকময় (?)
হঠাৎ একদিন আর্যবর্তের মৃত সভ্যতার প্রেতাত্মার আহবান !
প্রান্তে প্রান্তে নিনাদিত স্বাধীনতার অগ্নি - শিঙা
লাল রক্তের নদীর ধারে বয়ে এনে স্বাধীনতার রঙীন স্বপ্ন !
স্বাধীন আর্যবর্ত ... দ্বিখণ্ডিত আর্যবর্ত
স্বাধীনতা জনগণের না দেশের ভূমির ?
এক মীমাংসাহীন প্রশ্নের মায়াজালে বন্দী এখনো আজ আর্যবর্তের
স্বাধীন বাসিন্দা !!!
----------------------------------------------------------------------
Dr Pritish Chowdhury 15/08/2017