তাজমহলের দিকে চেয়ে চেয়ে স্বপ্ন-বিভোর হয়ে থাক
মরুভূমির মাঝে ঠান্ডা জলের স্রোতে অবগাহন করার কথা ভেবে থাক
নতুবা অনাহার অনিদ্রায় কাটিয়ে পঞ্চ তারকার আনন্দ নিয়ে থাক
স্বর্গ রাজ্যে বাস এখন তোমার !
অবৈধ - দুঃখানুভূতি !
অতঃপর দুঃখের মহা সমুদ্রেও থাকলে ডুবে
বেঁচে থাক সুখানুভূতি নিয়ে!
------------------------------------------------------------------
Dr Pritish Chowdhury 11/10/2018