সুখের ভারেও ঝরে দুঃখ দেহে _
তবুও তুমি বল
তোমার সুখ মহাবিশ্ব
মহাবিশ্বের মতোই বেড়ে থাকার কামনা নিয়ে
নিরবিচ্ছিন্ন অবধারিত ভাবে _
সময় কে হারিয়ে দিতে চেয়ে_
অথচ তোমার সুখতো ঐ
হাওয়া ভরে থাকা বেলুনটার মতো ,
হাওয়া ভরে থেক ভরে থেক
ভুলে গিয়ে সময়ের আহবান_
খোঁজে পাবে বেলুনের অস্তিত্ব তুমি?
অস্তিত্বহীন সুখও একদিন
সুখের ভারে তোমার জীবন থেকে
খুব অজানিতে ..
____________________________
Dr Pritish Chwdhury 10/04/2018