একটি লাল রঙের বৃত্ত
সরকারি খাতায় নিষিদ্ধ একটি বৃত্ত
শহরের পৌরুষ, আভিজাত্যের প্রতীক
সূর্যের সাথে সেই বৃত্তের হৃদস্পন্দন উঠা নামা
এ যখন তাকিয়ে থাকে
পাখির মতো শীতযাপনতা বৃত্তে,
ঐ যখন লুকিয়ে থাকে
সুন্দরী পরীর রাজ্যে পর্যবসিত বৃত্ত
`পুরুষের নিদ্রাহরন' নাট্যশালায়,
রাতের লাল লাইটের ঝল মল আলোয়ে
প্রত্যাহার হয় নিষিদ্ধতার কারফিউ...
রক্তের শিরায় শিরায় কামনার ঢল নিয়ে
ক্ষুধাতুর মানুষের দ্রোণী ভ্রমণ বিলাস,
সুখ উদযাপনের পিপাসী মনের আখরাতে
রাতের আকাশে স্তব্ধতার কম্পন ,
নিষিদ্ধতার মাঝে বৈধ ধর্ষণে মাতাল
বাইরের চঞ্চলা ফাগুনী বাতাস I
বুঝবে কে পুরুষের অর্ধ আকাশ
সহস্র নারীর হৃদয়ের করুন আর্তনাদের ধ্বনি
মৌন এখনো কোনো কৃষ্ণ গহ্বরের ইভেন্ট হরিজোনে বন্দী হয়ে,
বৃথা আস্ফালন সেই আর্তনাদের
লাল বৃত্তের পরিধির বাইরে আসার
চির বসন্তের উল্লাসে উত্তাল
সেই সোনাগাছির.....
-----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 18/07/2017