স্রোতের বিপরীতে সাঁতার কাটার মজাই অন্য রকমের –
রোমাঞ্চিত দেহ-মন !
রোমাঞ্চিত সময় !
আমার আয়না এখন কথা বলে শুধু আমার অতীতের .
বিভোর হয়ে চেয়ে থাকি নিজের প্রতিবিম্বে,
এক সময়ের অনন্ত ভবিষ্যৎ ছোট অতীত হয়ে এসে দাঁড়ায়
চোখের সামনে -
সময়কে একদিন চুপি চুপি বলতাম -
`বেড়ে দাও তুমি তোমার তীরের স্পিড যতই বেশি তুমি পারো-
আর নিয়ে আয় আমার নতুন সময়গুলো
দ্রুত গতিতে ‘!
আজ সেই সময়কেই বলতে ইচ্ছে করে উচ্চ স্বরে -
`চলো টাইম মেশিনে ছড়ে তোমার তীরের দিশাটাই উল্টো করে দিই ..
আর রোমাঞ্চিত হয়ে যাই তোমার স্রোতের বিপরীতে সাঁতার কেটে
দূর অতীতে '..
--------------------------------------------------------
Dr Pritish Chowdhury 15/10/2018