সময় রূপ বদলায়,
আমার চুলে লাগছে রুপালি রং,
সভ্যতার গায়ে বিলাসিতার রং !
বিলাসিতা এখন দেবীর পুজো !
সবুজ পৃথিবীর জ্বর
বিলাসী পুজোর দামামায়
অসুর নিধন হবে !
সুখানুভূতিও আজ মনের বিলাস !
তার পর-` পুনঃ মুচিক ভব ' -
কেঁপে থাকবে পৃথিবী নিত্য নতুন অত্যাধুনিক অসুরের আঘাতে -
অতঃপর অপেক্ষা আর একবার -
নতুন শরতের ...
-----------------------------------------------
Dr Pritish Chowdhury 03/10/2018