মরুভূমির মরীচিকা
নিরাপত্তা মানুষের শহরে এখন
খোঁজে খোঁজে হয়রান ,
হারিয়ে ফেলেছে নিরাপত্তা
আজকের শহরের মানুষ I
রাতের নিয়ন লাইটের
ঝলমল আলোকের শহরে
লুকিয়ে থাকা তার অন্ধকার জগতে
শক্তিহীন আজ নিরাপত্তা I
দিনের বেলার অতন্দ্র প্রহরী
সূর্যের নিরাপত্তা -রশ্মি বেষ্টিত
ছাতির নিচেও
খোঁজে বেড়ায় নিরাপত্তা
আজেকের শহরের মানুষ I
অনুকংপায়ী চিৎকার, লুন্ঠিতা মা-বোনের,
আর্তনাদ .বন্দুক, বারুদ, গ্রেনেড বিস্ফোরণে
মৃত আর অর্ধ-মৃত মানুষের,
ক্রন্দন , ভুলুন্ঠিত মানবতার,
এইসব যেনো আজ
অন্য এক নাম
আজকের শহরের I
-------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 04/06/2017