বাঁকা অধরোষ্ঠ দিয়ে বেরিয়ে আসা
সৌন্দর্য প্রতিযোগিতার
বিউটি কুইনের হাসি…
কৃত্রিমতা !!
ভিঞ্চির মোনালিসার হাসি ?
বিশ্বের শত সহস্র শিল্পরসিক, সৌন্দর্য পিয়াসী লোক হাবুডুবু …
বিচ্ছুরিত হৃদয় !!
দিতে যদি চাও
দাও সেই হাসি….
কৃষ্ণ চন্দরের শ্যাম বর্ণা ক্ষীণকায়া
ধোপানীর শুস্ক অধর দিয়ে নেমে আসা
সেই হাসি…
প্রস্ফুটিত সুগন্ধি ফুলের মতো যে হাসি ক্লান্ত ধোপার
চোখের সামনে….
মাথায় কাপড়ের বোঝা নিয়ে বাড়ি ফেরার বেলায় তার …..
অনুভূত হৃদয়ে
যে হাসিতে
মাখা থাকে তার কলিজার সমস্ত রং
অনুভূত হৃদয়ে
যে হাসিতে
তার দেহ, আত্মা ,জীবনের অনন্য রূপ..
যে হাসিতে
আমার চোখে হয়ে পড়ে সে
বিশ্বের সব চেয়ে সুন্দরী নারী ......
---------------------------------------------
Dr Pritish Chowdhury 16/10/2017