যা আছে তা নিয়েও অশান্তি
যা নেই তা নিয়েও অশান্তি,
ধনীরা  অসুখী তাদের ধন নিয়ে
গরীবরা অসুখী আখরা  করে
ধনী হওয়ার  প্রচেষ্টায়,
প্রেমিক-প্রেমিকার অশান্তি
তার প্রেম নিয়ে ,
পতির অশান্তি তার পত্নী নিয়ে,
পত্নীর অশান্তি তার পতি নিয়ে,  
বিজ্ঞানীর অশান্তি তার বিজ্ঞান নিয়ে,
কবির অশান্তি তার কবিতা নিয়ে,
দেখছি সবাই যেনো ছুটেছে
শুধু অশান্তির পেছনে
শান্তির খোঁজে,
তবে শান্তি কোথায়  মানুষের?
মৃত্যুর আগে  না পরে ?

-----------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  28/06/2017