কবরখানার -
নির্ঘুম নিস্তব্ধতা,
এখন মধ্য রাত্রের শহরে  ..

ঠিকানা হারিয়েছে আজ   শহরের প্রতিটি  ঠিকানা,

সভ্যতার দর্পচূর্ণে মৃত - .
আভিজাত্যের  ধ্বজাবাহক  শহরের  অর্ধরাত্রি ...

কোকিলের  কুহু কুহু  ডাকে   -
প্রকৃতির  স্বাধীনতার  মউ  রস - এখন  শহরের  রাত দুপুরেও –

সত্যতো এটাই  - পৃথিবীকে আমরা যতটা বুঝি
প্রকৃতি  তার চেয়ে অনেক বেশি বোঝে  পৃথিবীকে …

প্রকৃতি   আজ  পূর্ণিমার চাঁদ - মৃত সঞ্জীবনী  সুধার  আলোতে…


আসলে   সভ্যতা  যখন নিদ্রামগ্ন  বন্দিত্বের নাগপাশে, থমকে  দাঁড়িয়ে   -  
জেগে উঠে  প্রকৃতি – প্রাণ পেয়ে  ....
------------------------------------------- --- --------------------------------------------

Dr Pritish Chowdhury     29/04/2020