`সুখ' কে জিজ্ঞাসা করলাম
তার সংজ্ঞা কি বলে _
মুচকি হেসে বললো সে
`মোনালিসার হাসি'...
`দুঃখ' কে জিজ্ঞাসা করলাম
তার সংজ্ঞা কি বলে _
বললো সে চোখের দিকে তাকিয়ে
`অন্তহীন রেস’ – `তোমার' আর `সুখ' এর মাঝে
`সুখ' আগে, `তুমি’ তার পিছে...
------------------------------------------------------
Dr Pritish Chowdhuty 16/04/2018