কত যুগ ধরে
সাজিয়ে রেখেছিলে তুমি
সুসজ্জিত বেশ-ভুষার   পরীটিকে
আলফুল করে
তোমার হৃদয়ের মণি-কোঠায় ...

আজ অনেক দূরে সে
বিবস্ত্রা, ধর্ষিতা
মৃত্যু পথের যাত্রী ....

বুলেটের  স্পীডে  ধাবমান
আধুনিক মন
যান্ত্রিক  সভ্যতার ঘূর্ণিয়মান পৃথিবীতে-
ছিন্ন-ভিন্ন করে  আবেগ-অনুভূতি,
পুরানা  সম্পর্কের মধুর স্মৃতি..

অতঃপর তুমি  বন্দি
এক জায়গায়-
অদরকারী(?) আবেগ-অনুভূতি, সম্পর্কের
এক বিমূর্ত পৃথিবীতে ....

-----------------------------------------------------
Dr Pritish Chowdhury        30/05/2018