সবুজ পৃথিবীর এখন জ্বর
বিশ্বায়ন, বহুজাতিক ভূতের
মন মগজ শরীর উত্তেজিত
উচ্চাকাঙ্খা , স্বপ্ন, অতি-স্বপ্নের রঙিন দুনিয়া..
কংক্রিটের দেওয়ালে ঘেরা ফ্ল্যাট
রাতে নিঃসঙ্গতার বাস
জীবন্ত হয়ে উঠে ছায়াপথের সঙ্গী
ইন্টারনেট ফেসবুক হোয়াটস্যাপ
নীল পৃথিবীতে অবগাহন….
সময়ের গর্ভে অস্ফুট ক্রন্দন
বার্তালাপ, ভালোবাসা ,প্রেমের উন্মাদনার
আত্মজনের সাথে..
বিবর্ণ সমাজ
লিভিং টুগেদার, ডিভোর্সের বর্ণিল যাত্রার অট্টহাস্য
উত্তর প্রজন্মের জন্ম, প্রতিপালনের নরক যাত্রার করুন ইতিহাস
বৃদ্ধাশ্রমে প্রভাতী পাখির গানের খোঁজে প্রৌঢ়-প্রৌঢ়ার নীরব কান্না
সবুজ পৃথিবীর এখন সত্যি জ্বর
বিশ্বায়ন, বহুজাতিক ভূতের ...
--------------------------------------------
Dr Pritish Chowdhury 30/11/2017