পুরুষ আর প্রকৃতি,
ধর্ম আর মানবতার মাঝে নূন্যতম কতটা ব্যবধানে
তারা একটি মুদ্রার দুটো পিঠ ?
ধর্ম নিরুত্তর -
সমাজ নিরুত্তর -
ইতিহাস নিরুত্তর-
ধর্ম, সমাজ, ইতিহাসের জেহাদ-
`নারী তুমি অস্পৃশ্যা দেবতার ঘরে'
হাজার `সবরীমালা’ আজও কাঁদে নীরবে –
মাতৃ-পুজো, দেবী-পুজোর নাটক আর কতদিন এইভাবে ?
-----------------------------------------------------------------
Dr Pritish Chowdhury 27/10/2018