সভ্যতার যোনির বারংবার
ধর্ষণে লিখিত হলো পুনর্বার
আর একটি এক বিংশ শতাব্দীর  কলংকিত ইতিহাস  সভ্যতার ..

গৌতমের অহিংসা, শান্তির নোবেল রানীর দেশে জ্বলে  উঠা
অমানৱীয়তা, হিংস্রতার দাবানলে
দগ্ধ অধুনা হৃদয় পৃথিবীর ..

কলংকিত ইতিহাসের আঁচড়
মায়ানমারের নদী দিয়ে বয়ে আসা
রোহিঙ্গার আবাল-বৃদ্ধ-বণিতার  নরমেধ যজ্ঞের
কাঁচা রক্তের বক্ষে
কাবেরাত নৃত্যের উন্মাদনায়
শান্তিরক্ষক(?)  জল্লাদের ...

কাঁপছে  আকাশ বাতাস বিশ্বের
হৃৎ ভাঙা আর্তনাদে বিপর্যস্ত সময়ের ….

দেখছে পৃথিবী আজ
ভূগর্ভের কফিনে ঘুমন্ত  আত্মা আলফ্রেডের
বৃথা আস্ফালন
শান্তির  প্রকৃত  সংজ্ঞার  খোঁজে...... ..

--------------------------------------------------
Dr Pritish Chowdhury          18/09.2017