সারা বিশ্ব যখন ঘুমিয়ে ছিলে
অজ্ঞান অন্ধকারের গুফায়
ভারতের মহাকাশে সভ্যতার উজ্জ্বল তারা
সূর্য সম উদ্ভাসিত তদানীং ..
জন্ম তখনো বহু দূরে
টাইগ্রিস, নীল, ইউফ্রেটিস নদীর তীরের সভ্যতা
অথবা মায়া, ইজিপ্টের সভ্যতার .........
হাজার হাজার ঋষি মুনির জ্ঞানের আলোয়ে
দেখ কিভাবে বেদ, পুরাণ ,উপনিষদ,
রামায়ণ, মহাভারতের যুগ উদ্ভাসিত সভ্যতার আলোয়ে
তোমার আর্যবর্ত ..
দেখ নি বিশ্বের অজ্ঞান অন্ধকারের গুফায়
ছড়িয়ে পড়া সেই আলোতে কিভাবে বিস্মিত
পৃথিবীর সারা জনগণ ?
ভুলে গেছো তোমরা আজ সভ্যতার ইতিহাস তোমার মাতৃভূমির !!
দেখেছি আজ শত সহস্র ভগবানের অবতার রূপে
ভণ্ড ঋষিমুনির ভেসে জন্ম নিয়ে
এক একটা সন্ত্রাসবাদী… সম্পদ আর যৌন ক্ষুধার ...
ইতিহাসের কারাগারেই তো হবে তোমাদের বিচার ...
----------------------------------------------------------
Dr Pritish Chowdhury 01/09/2017