রক্তের শিরায় শিরায় প্রবাহিত সভ্যতার
দিগ্বিজয়ের  ভ্রুন…
ছুটেছিল বিশ্বের কোণায়  কোণায়  
অশ্বমেধ -যজ্ঞের ঘোড়া তার
দিগ্বিজয়ের নেশায়….
ছড়িয়ে পড়া সভ্যতার অট্টহাস্যে
পৃথিবীর বিজয় উল্লাস
অন্যদিকে  ম্যান আর মেশিনের  সংঘর্ষে
পৃথিবী ত্রস্তমান …

মহাশূন্য তখন  যেন একটি কুমারী মেয়ে
দিগ্বিজয়ের লালসায় কামুক সভ্যতার দৃষ্টি  
কুমারীর দিকে …

আর একদিন ….

ক্ষত  বিক্ষত  মহাশূণ্যের কুমারী দেহ
সভ্যতার জ্বলন্ত অগ্নিপিন্ডে…
সমর্পিত করে  তার কুমারী দেহ
সভ্যতার  হাতে…

সভ্যতার চাঁদের বিদ্রুপের হাসি…
মহাশূণ্যের চাঁদের  উদাসীন দৃষ্টি  !!

যান্ত্রিক সভ্যতার সবুজ কোমল মন শিহরিত রোমাঞ্চিত
ডুবে ভৌতিক জগতে ...        

দেখ না  অধুনা
নেমে আসে কিভাবে মহাশূন্যের ছায়া পথ দিয়ে
নীল তিমি, আরো হাজারটা  অন্য  
পৃথিবীর বুকে …
কঠিন বাস্তবের যন্ত্রনা জর্জরিত  
সভ্য বিশ্বের  শত সহস্র সবুজ মনকে
পরিত্রান দিতে  !!!!

--------------------------------------------------
Dr Pritish Chowdhury             13/09/2017