(২২শে এপ্রিল `ধরিত্রী দিবস' উপলক্ষ্যে)

ইতিহাসতো  আয়না-
মিথ্যা  বলে না ..

ক্ষমতার ক্ষুধা,
প্রকৃতির বলাৎকার নিরবিচ্ছিন্ন –

স্বেচ্ছাচারী মানুষের দাম্ভিকতার
কদর্য ইতিহাসে-
নিজের পায়ে নিজেরেই কুঠার -
সভ্যতার ..

অবিশ্যম্ভাবী  -
প্রায়শ্চিত্ত  পরিণামের  …

আজ সভ্যতা -অসহায়  -
নির্বাক ! নিস্তব্ধ !
অদৃশ্য এক অণুজীবের শক্তির  হাতেই ..

তাকিয়েছে  মহাশূণ্যের দিকে -
পরিত্রান খোঁজে ...

জীবশ্রেষ্ঠ মানুষ  !
পরিত্রান অবশ্যই -একদিন ..

তার  পর ??
মুক্তি ???

না  পুনরাবৃত্তি -
সব কিছুরই -

নতুন করে ...

-----------------------------------------------
Dr Pritish Chowdhury     22/04/2020