সাহিত্যের সম্মেলন
একত্রিত সেখানে সেদিন
সাহিত্যের ধ্বজা-বাহক শত- সহস্র জন
অনুরণিত শব্দ-শৃঙ্খলের আওয়াজ
আকাশ বাতাস
`সাহিত্যে শব্দ-ব্রহ্ম' ----আলোচনার আসরে I
এক সময় উঠে দাঁড়ালো শব্দ
আর বললো ....
হৃদয়ের পাকশালায়
ধুইয়ে, বাছিয়ে , মসৃন করে পাকিয়ে নেয় আমাকে
তৈল মসলা জল দিয়ে
উষ্ণতার পরিতৃপ্ত হৃদয় পাত্রে I
তদা শরীরের সর্বাঙ্গ তোমার
সিক্ত আমার সুরভি ছড়িয়ে,
মন আলোড়ন, মগজ আলোড়ন
হৃদয় আলোড়ন তোমার
সুরভিতে আমার I
ধীরে ধীরে গাঁথবে তুমি শব্দ-মালা
হৃদয়ের মাঝে
সুগন্ধি ফুলের সুবাস নিয়ে
অবিরত আন্দোলিত করে
তোমার মন -মগজে I
প্রসব বেদনার চিৎকারে
জন্ম দেব তোমার সন্তান
অপরূপ শোভার শব্দ-শৃঙ্খল......
উল্লাসিত করে তোমার তন-মন
`শব্দ-ব্রহ্ম' বোঝার আনন্দের জয়ধ্বনিতে I
উদ্ভাসিত অপরূপ সাহিত্য সম্ভারে
`শব্দ শৃঙ্খল' --- তোমার সন্তান
বেঁচে থাকতে চিরদিন চিরকাল I
---------------------------------------------------
Dr Pritish Chowdhury 30/07/2017