ভীষণ পাগলামি- শব্দেরার
তারা  বোঝেও  যেন  বোঝে না-
তারা যে এখন ইতিহাসের পথের যাত্রী -
জীবন্ত-মৃত-ইজিপ্টের মমি !


তবুও আঁকড়ে ধরে হৃদয়কে
ছায়া শরীরকে যেভাবে ধরে আঁকড়ে
রৌদ্রোজ্জ্বল দুপুরে

তারা জানে -
তাদের সান্নিধ্যে হৃদয়ে আমার সুনামির ঝড়
ভালোবাসে তারা তান্ডব নৃত্য করার
কবিতার ভাষার সুরে-
সুনামির সাথে

অথচ কে বোঝে অথবা  কে বা শোনে
আজ শব্দের ভাষা-

অরণ্য রোদন !

--------------------------------------------------
Dr  Pritish Chowdhury          15/11/2018