নিস্তব্ধতা প্রেমের তোমার
অমৃতে নীলা গড়ল আমার
তোমার প্রেমেতে আমার
তন জ্বলে মন জ্বলে
দিন জ্বলে রাত জ্বলে
হৃদয় কাঁপে…..
নীরবতা প্রেমের তোমার
অস্তিত্বহীন প্রেম আমার
দুই অধর অশান্ত অধীর
প্রেমের আমার..
কথা বলো `নীরবতা তোমার’
দূরেই রেখে দাও তুমি
তোমার রুক্মিণী হওয়ার স্বপ্ন আমার
থাকতে দাও তুমি আমায়
তোমার রাধা হয়ে অদূরে তোমার
------------------------------
Dr Pritish Chowdhury 24/10/2017
..