ড্যাম ট্রেচারস.....
আসবে তারা
রঙিন স্বপ্নের প্রসব কালে তাদের
তোমাদের পাশে পুনর্বার
নতুন নতুন স্বপ্নের প্রতিশ্রুতির বন্যা এনে...
পুরোনো বোতলে বার বার নতুন মদ ভরে ভরে
ভাসিয়ে দেবে আর একবার সবাইকে সেই বন্যাতে
নেশাগ্রস্ত করে হাজারটা নতুন স্বপ্নের বীজে I
মহাবিশ্বের চরাচর নিয়ম..
`ধ্বংস নেই কিছুরই মহাবিশ্বে,
শুধু রুপান্তর'
তাই ধ্বংসতো হবেনা তোমাদের স্বপ্ন
তোমরা থাকবে স্বপ্নের প্রসব বেদনায় দিন গুনে গুনে
নিজেকে ভেসে তাদের প্রতিশ্রুতির বন্যায়...
ভূমিষ্ঠ হবে তাদের রঙিন স্বপ্ন,
আলোকিত করে জীবন আরো রঙিন তাদের
স্বপ্নের জ্যোতি দিয়ে,
তাকিয়ে থেকো সজল নয়নে
তাদের আলোকময় জীবনকে
নিজের স্বপ্নের প্রসব বেদনা নিয়ে
প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে ভাসিয়ে
আজীবন আমরণ..
ফুটে থাকবে বার বার তাদের স্বপ্ন
তোমাদের স্বপ্নের প্রসব বেদনায়
পুনরাবৃত্তি নাটকের আখড়ায়..
ড্যাম ট্রেচারস.....
----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 22/07/2017