শুভ্র মেঘাচ্ছন্ন শারদী ভোর
আকাশে দুপুরের সূর্য ...
জানালাটা খুলে দেখলাম
নিশ্চুপ পৃথিবী, নিশ্চুপ গাছের পাতা
ঝরা পাতার হলুদ রং আরো যেন হলুদ
শিশির কণার বিরহে….
এক একটি পাতা এক একটি প্রেমের লাশ !!
কণ্ঠ রুদ্ধ একাকী পাখিটা বসে আছে ডালে!
বাজিয়ে দিলাম মুঠোফোনে রোমান্টিক গান
ফুল ভলিউমে ….
চুরমার হৃদয় আমার তার বেসুরা ধ্বনিতে ....
হঠাৎ এসে দাঁড়ালো সে আমার পাশে
এক ঝাঁক শীতল বাতাস জড়িয়ে ধরলো দুজনের সর্বাঙ্গে
রোমান্টিক গানটার সুরে সুরে..
জানালা দিয়ে দেখলাম
শান্ত-শিষ্ট পৃথিবীর আকাশে ভোরের শীতল সূর্য
নাচছে গাছের পাতা
ঝরা পাতায় জ্বলছে শিশির কণার মুক্তা
পাখিটির কণ্ঠে সংগীতের লহর..
আমার চোখে তাদের মিষ্টি হাসি
চেয়ে চেয়ে আমার পানে …
----------------------------------------------------------
Dr Pritish Chowdhury 11/10/2017