হাসির রং তুলিকায় এঁকেছিলাম
জীবনের পথ …
সর্বত্র সর্ব সময়
হাসির দীপাবলিতে জীবনের জয়গান….
হৃদয়ের আয়নায় প্রতিবিম্বিত
জোনাকের আলো ভরা হাস্যময় জীবনের উল্লাস !!
অতঃপর শরীরে একদিন প্রজাপতির রং !
উৎফুল্লিত, উদ্বেলিত ..
এ যে স্বপ্নের বাস্তব ফুল হাতের মুঠোয় !!
সে কি ? ছন্দ পতন
প্রজাপতির রঙে?
বিবর্ণ হাসি বিবর্ণ শরীর
অস্বচ্ছ আয়নার মত ধূসর জীবনের রং
নির্বাক উদ্ভ্রান্ত দুই ঠোঁট
বৃথা আস্ফালন, ফিরিয়ে আনার খোঁজে
হাসির রং ….
---------------------------------------
Dr Pritish Chowdhury 28/11/2017