প্রেম কি তাই
একটি হীরের টুকরো
চিরন্তন সুন্দর
ভাঙ্গাতে চাইলেও ভাঙ্গে না
অজেয় অমর ?
না প্রেম
পলকা, ক্ষণস্থায়ী
একটি বরফের ছোট টুকরো
রাখা প্রখর রোদে
মহাশুন্যে বিলীন - মুহূর্তে ?
না প্রেম
ত্রিশঙ্কু
দোদুল্যমান মাঝে
দুই স্থিতির ?
না প্রেম
এক অস্তিত্বহীন বৃথা অনুভব ?
----------------------------------------
Dr Pritish Chowdhury 09/12/2017